[পিডিএফ] আল-ফিকহুল আকবর - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
"আল-ফিকহুল আকবর" বইটি হচ্ছে ইমাম আবু হানিফা রচিত আদি ইসলামি আকিদা বিষয়ক কিতাব। এই কিতাবে মানব ইতিহাসের সৃষ্টি, আল্লাহর দাসত্ব, নবি-রাসুলদের বিশ্বাসমালা, পরকালীন জীবনের ঘটনাবলি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) অনুবাদিত এই গ্রন্থটি পাঠক মহলে সাড়া পেরেছিল।
0 Comments: