রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

[পিডিএফ] আখেরাতের প্রস্তুতি - অধ্যাপক মুজিবুর রহমান

নিচে বইটির কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরা হল।

আল্লাহ সুবহানাহু তায়ালার সতর্কবাণী: লোকদের হিসাব – নিকাসের সময় খুবই নিকটে এসে গেছে অথচ এখনো তারা গাফলাতের মধ্যে বিমুখ হয়ে পড়ে আছে। [আম্বিয়া-১] প্রতিটি নিশ্বাসে আমরা আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি। শ্বাস-প্রশ্বাস যেন একটি করাত যার সাহায্যে মানুষের জীবনকে কেটে ফেলার কাজ চলছে। মানুষ বুঝতে পারুক আর না পারুক একাজ অনবরত প্রতিটি মুহুর্তে চলছে। যখন বাতাস গ্রহণের কৌটা আল্লাহর নির্দেশ মোতাবেক শেষ হয়ে যাবে তখন আর নিশ্বাস গ্রহণ করা যাবেনা। প্রতিটি দিন প্রতিট রাত আমাদেরকে এভাবে দুনিয়া থেকে বিদায় করার কাজে নিয়োজিত। আল্লাহর কাছে ফিরে যাবার চেতনা ও পেরেশানি সৃষ্টি করাই হচ্ছে এ সবের লক্ষ্য।

সূরা ইনশিকাক এর ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, “হে মানুষ তুমি তীব্র আকর্ষণে নিজের রবের দিকে চলে যাচ্ছ এবং তার সাথেই সাক্ষাত করবে।” কুরআন মাজিদের বেশ কয়েকটি যায়গায় আল্লাহ সুবহানাহু তায়ালা প্রায় একইভাবে উল্লেখ করেছেন: “যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায় তখন এক মুহুর্ত পরে বিলম্ব হয় না।”[সূরা ইউনুস-৪৯].



[পিডিএফ] আখেরাতের প্রস্তুতি - অধ্যাপক মুজিবুর রহমান

Title আখেরাতের প্রস্তুতি 
Author অধ্যাপক মুজিবুর রহমান
Publisher আল ইসলাহ প্রকাশনী
Download বইটি ডাউনলোড করুন
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট

0 Comments: