শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

[পিডিএফ] বাইবেল কোরআন ও বিজ্ঞান - ড. মরিস বুখাইলী

"বাইবেল কোরআন ও বিজ্ঞান" পৃথিবীর বিখ্যাত একটি গ্রন্থ| গ্রন্থটি রচনা করেছেন ফ্রানসের প্রক্ষাত সার্জন, বৈজ্ঞানিক ও গবেষক ডাঃ মরিস বুকাইলি। ফরাসী ভাষায় রচিত তার”লা বাইবেল, লা কুরআন য়েট লা সাইন্স” নামক বই খানি সর্বপ্রথম ১৯৭৬ সালের মে মাসে পেরিসে প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে সুধীজনের দৃষ্টি আকর্ষন করে। ইংরাজী ও আরবী সহ পৃথিবীর বহু ভাষায় অনুদিত হয়।

বাইবেল কোরআন ও বিজ্ঞান

মহাগ্রন্থ আল কোরআন মানবতার ইহ ও পরকালীন মুক্তি ও কল্যাণের চাবিকাঠি এবং এক মাত্র নির্ভুল আসমানী কিতাব। অথচ যুগে যুগে এ সত্যকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে। এ চেষ্টা চলেছে প্রধানত ইহুদী ও খ্রিষ্টান পন্ডিতদের দ্বারা এবং বৈজ্ঞানিকগণ কর্তৃক।

Titleবাইবেল কোরআন ও বিজ্ঞান
Authorড. মরিস বুখাইলী
Publisherজ্ঞান বিতরনী
Downloadবইটি ডাউনলোড করুন
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট

0 Comments: